৬ বছর পর আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দশ থেকে ছিটকে গেলেন ভারতের সাবেক অধিনায়ক ভিরাট কোহলি। ৭১৪ রেটিং পয়েন্ট নিয়ে ১৩তম অবস্থানে আছেন কোহলি।
প্রায় তিন বছর ধরে সেঞ্চুরি নেই কোহলির ব্যাটে। সদ্য সমাপ্ত এজবাস্টন টেস্টে দুই ইনিংস মিলিয়ে করেছেন মাত্র ৩১ রান। তারই ছাপ পড়লো আজ প্রকাশিত টেস্ট র্যাঙ্কিংয়ে।
তবে তার সতীর্থ রিশাভ পান্তের ব্যাট হেসেছে সর্বশেষ এই টেস্টে। পেয়েছেন একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি। তারই সুবাদে ৮০১ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন শীর্ষ পাঁচে। ৯২৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন জো রুট।
আরও পড়ুন: বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ যাবেন মুমিনুল-সাদমানরা
এদিকে ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা জনি বেয়ারস্টোও। ভারতের বিপক্ষে দুই ইনিংসেই পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। এর ফলে তার উন্নতি হয়েছে ১১ ধাপ। উঠে এসেছেন ১০ম স্থানে। টেবিলের দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে দুই অজি ব্যাটার মারনাশ লাবুশেন ও স্টিভেন স্মিথ। আর চতুর্থ অবস্থানে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
জেডআই/
Leave a reply