ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বর্তমানে যিনি দক্ষিণী চলচ্চিত্রে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের একজন। সামান্থার জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার প্রয়োজন নেই। তবে তার ক্যারিয়ারের শুরুটা ছিল সংগ্রামে ভরা।
একসময় সামান্থা হোটেলেও কাজ করেছিলেন। সেই কাজ থেকেই তার প্রথম উপার্জন হয়েছিল। অতীতের সেই ঘটনা তিনি নিজেই প্রকাশ্যে এনেছেন। সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভ সেশনে অংশ নেন সামান্থা। সেখানে এক ভক্ত তাকে জিজ্ঞেস করেন, সামান্থার প্রথম উপার্জন কত ছিল?
এর উত্তরে সামান্থা জানান, তার প্রথম উপার্জন ছিল মাত্র ৫০০ রুপি। যেটি ছিল একটি হোটেলে সেবা দেয়ার জন্য। ওই হোটেলের একটি কনফারেন্সের জন্য ৮ ঘণ্টা সেবা দিয়েছিলেন সামান্থা। তখন তিনি একাদশ বা দ্বাদশ শ্রেণিতে পড়তেন।
https://twitter.com/dhanam_arjuner/status/1517065739978432512?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1517065739978432512%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fmovies%2Fdid-you-know-samantha-ruth-prabhus-first-salary-was-rs-500-5499199.html
ইউএইচ/
Leave a reply