ঈদের আগে ভিড় বাড়ছে রাজধানীর পশুর হাটে

|

রাজধানীতে গরুর হাট।

কোরবানি ঈদের আর দুই দিন বাকি। জমে উঠতে শুরু করেছে রাজধানীর পশু হাটগুলো। বেড়েছে গরুর সরবরাহ। ভিড় করছেন ক্রেতারও।

গরুর হাটে এখর যারা আসছেন তাদের বেশিরভাগই দর-দাম করছেন। দরদাম করে নিজেদের বাজেটের মধ্যে পছন্দের গরু কিনে ঘরে নিয়ে যাচ্ছেন তারা। তবে এবারের হাটে অন্যবারের তুলনায় গরুর দাম একটু বেশি বলে অভিযোগ করছেন ক্রেতারা। অন্যদিকে আশানুরূপ লাভ হচ্ছে না বলে জানাচ্ছেন বিক্রেতারাও। তবে বিক্রি এভাবে চলতে থাকলে অন্তত লোকসানের মুখে পড়তে হবে না বলে মনে করছেন তারা।

পাইকাররা বলছেন, রাজধানীর পশু হাটগুলোতে এবার মাঝারি আর ছোট গরুর চাহিদাই বেশি। তাই সেই বিষয়টি মাথায় রেখে ব্যবসায়ীরা মাঝারি ও ছোট গরু হাটে তুলছেন। তাদের প্রত্যাশা, বিকালের পর থেকে বিকিকিন বাড়বে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply