দেশের বাজারে আরও কমেছে স্বর্ণের দাম

|

দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার কারণে দেশের বাজারেও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি, বাজুস।

প্রতি ভরিতে স্বর্ণের দাম কমানো হয়েছে এক হাজার ১৬৬ টাকা। তবে রূপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এতদিন ৭৯ হাজার ৫৪৮ টাকা থাকলেও তা কমে দাঁড়িয়েছে ৭৮ হাজার ৩৮২ টাকায়।

১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৬৪ হাজার ১৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৫৩ হাজার ৪৭৯ টাকা। আর ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য ১ হাজার ৫১৬ টাকা।

আজ সকাল থেকেই এই নতুন দর কার্যকর হয়েছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply