কর্মসংস্থানে নিরাপত্তার দাবিতে পেরুতে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ

|

ছবি: সংগৃহীত

উন্নত কাজের পরিবেশ ও কর্মসংস্থানে নিরাপত্তার দাবিতে পেরুতে ব্যাপক বিক্ষোভ করেছেন স্বাস্থ্যকর্মীরা। দাবি না মানলে দেশজুড়ে কর্মবিরতির হুমকি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (৭ জুলাই) রাজধানী লিমায় রাজপথে নামে কয়েক হাজার স্বাস্থ্যকর্মী। প্ল্যাকার্ড হাতে দাবি আদায়ে স্লোগান দেন তারা। মিছিল নিয়ে বিক্ষোভকারীরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। এরপর ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে শুরু হয় দু’পক্ষের সংঘর্ষ।

প্রসঙ্গত, গত দু’বছরে করোনা মহামারির কারণে ব্যাপক অব্যবস্থাপনা তৈরি হয় পেরুর স্বাস্থ্য খাতে। সেই সাথে, কাজের চাপ বেড়ে যায় স্বাস্থ্যকর্মীদের। লাতিন আমেরিকার দেশটিতে কোভিডে প্রতি ১০ লাখে মৃতের সংখ্যা ৬ হাজারের ওপর, যা বিশ্বে সর্বোচ্চ।

আরও পড়ুন: ক্ষমতা ছাড়ার আগে বিয়ের পার্টি দিতে চান বরিস

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply