স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইল:
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে শুক্রবার থেকে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার (৯ জুলাই) সকাল পর্যন্ত সেতুর পূর্বপ্রান্ত থেকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
মহাসড়কের সদর উপজেলার আশেকপুর, ঘারিন্দা, শিবপুর, রাবনা, বিক্রমহাটি, রসুলপুর, পৌলি ও এলেঙ্গা এলাকায় ঘুরে এ চিত্র দেখা যায়।
যানজটের কারণে ঘরমুখো মানুষ; বিশেষ করে নারী ও শিশুরা বিপাকে পড়েছেন। গন্তব্যে যেতে দুই থেকে তিনগুণ বেশি সময় লাগছে।
এ বিষয়ে এলেঙ্গা হাইয়ের ইনচার্জ আতাউর রহমান জানান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে রাত পৌনে দুইটার সময় একটি ট্রাকের এক্সেল ভেঙে যায়। সেই ট্রাকটি ঠিক করে সারাতে দুই ঘণ্টা সময় লেগে যায়। যার কারণে সেতু কর্তৃপক্ষ প্রায় দুই ঘণ্টা টোল আদায় বন্ধ রাখে। সেখান থেকেই অতিরিক্ত গাড়ির চাপে জটের সৃষ্টি হয়।
আরও পড়ুন: পদ্মা সেতুতে টোল আদায়ের নতুন রেকর্ড, একদিনে ছাড়ালো ৪ কোটি টাকা
তিনি আরও বলেন, আমরা যানজট নিরসনে হাইওয়েসহ জেলা পুলিশের সাতশত আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছি। আশা করি বেলা বাড়ার সাথে সাথে রাস্তা স্বাভাবিক হয়ে যাবে।
জেডআই/
Leave a reply