যেভাবে বাসভবন ছেড়ে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

|

ছবি: সংগৃহীত

গণবিক্ষোভের মুখে বাসভবন ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়েছে বিক্ষুব্ধ জনতা। কারফিউ উপেক্ষা করে প্রেসিডেন্ট গোতাবায়ার পদত্যাগের দাবিতে উত্তাল রাজপথ। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানী কলম্বো। পুলিশসহ আহত কমপক্ষে ৩৪ জন। পার্লামেন্টের জরুরি বৈঠকে প্রেসিডেন্টকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন ১৬ এমপি।

শুক্রবারের (৮ জুলাই) বিক্ষোভ সহিংসতার পর আগে থেকেই ব্যাপক সতর্ক ছিল নিরাপত্তা বাহিনী। রাজধানী ও আশপাশে কারফিউ জারি আর সেনা মোতায়েন করা হয় রাতেই। কড়াকড়ি তোয়াক্কা না করে শনিবার (৯ জুলাই) সকাল থেকেই রাজপথে নামে হাজার হাজার মানুষ। পুলিশি বাধা উপেক্ষা করে প্রেসিডেন্টের বাসভবনের দিকে এগিয়ে যায় তারা। ঘিরে ফেলে ভবন। অবস্থা বেগতিক দেখে সেখান থেকে সরে যান গোতাবায়া।

আরও পড়ুন: প্রেসিডেন্ট গোতাবায়া এখন কোথায়?

প্রেসিডেন্টের খোঁজ জানা যায়নি এখনও। তবে নৌবাহিনীর একটি জাহাজে জরুরি ভিত্তিতে মালামাল তোলার একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকের ধারণা ওই পথেই পালিয়েছেন গোতাবায়া।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply