রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনায় যোগ দিলেন স্ট্রাইকার লুকা জোভিচ। তবে এই ট্রান্সফারের জন্য কি পরিমাণ অর্থ খরচ হয়েছে কিংবা চুক্তির মেয়াদ কতদিনের তা এখনও জানা যায়নি।
গণমাধ্যমের খবর, কোনো ট্রান্সফার ফি ছাড়াই ফিওরেন্তিনায় যোগ দিয়েছেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। অনেক সম্ভাবনা নিয়ে ২০১৯ সালে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন এই সার্বিয়ান। কিন্তু প্রত্যাশা পূরণে ব্যর্থ হন লুকা জোভিচ।
তাছাড়া করোনার সময় একাধিকবার নিয়ম ভেঙে বিতর্কে জড়ান এই ফুটবলার। রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে মাত্র ৩ গোল করেছেন ইয়োভিচ। সূত্র: ডেইলি মেইল।
আরও পড়ুন: যেভাবে ঈদ উদযাপন করছেন বিশ্বের মুসলিম খেলোয়াড়রা
জেডআই/
Leave a reply