শ্বাসরুদ্ধকর ম্যাচে নিউজিল্যান্ডের জয়

|

অপরাজিত ১২৭ রানের ম্যাচজয়ী ইনিংসের পর মাইকেল ব্রেসওয়েল।

শ্বাসরুদ্ধকর ম্যাচে প্রথম ওয়ানডেতে আয়ারাল্যান্ডকে ১ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। আইরিশদের দেয়া ৩০১ রানের টার্গেটে ১ উইকেট আর মাত্র একটি বল হাতে রেখেই জয় তুলে নেয় কিউইরা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় আয়ারল্যান্ড। ২৬ রানের মাথায়ই দুই আইরিশ ওপেনারকে প্যাভিলিয়নের পথ দেখান ফার্গুসন ও হেনরি। এরপর দ্রুত পরিস্থিতি সামলে বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন আইরিশ ব্যাটাররা। আইরিশদের হয়ে হ্যারি টেক্টর খেলেন সর্বোচ্চ ১১৩ রানের ইনিংস। শেষ দিকে সিমি সিংয়ের ১৯ বলে ৩০ রানের ক্যামিওর সুবাদে ৩০০ রানের ফাইটিং টোটাল দাঁড় করায় আয়ারল্যান্ড। দু’টি করে উইকেট নেন লোকি ফার্গুসন, ব্লাইর টিকনার ও ইশ সোধি।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে খাদের কিনারায় চলে যায় নিউজিল্যান্ড। একটা সময়ে আইরিশ বোলারদের চোখ রাঙানিতে জয়ের সম্ভাবনা তৈরি করে স্বাগতিকরা। তবে মাইকেল ব্রেসওয়েলের অপরাজিত শতকে শঙ্কার মেঘ কাটিয়ে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ১০টি চার ও ৭ ছয়ে ৮২ বলে তিনি করেন ১২৭ রান।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply