সিডনিতে স্থায়ীভাবে উড়তে যাচ্ছে আদিবাসী পতাকা

|

সিডনি হারবার ব্রিজ।

অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজে স্থায়ীভাবে উড়তে যাচ্ছে আদিবাসী পতাকা। রোববার (১০ জুলাই) নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।

আইনজীবীদের পাঁচ বছরের প্রচারণার পর অবশেষে নেয়া হচ্ছে এ পদক্ষেপ। ব্রিজটিতে সাধারণত বছরজুড়ে ওড়ে অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলস রাজ্যের পতাকা। বিশেষ বিশেষ দিনগুলোতে দেখা মেলে আদিবাসীদের পতাকা।

চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ার আইকনিক ব্রিজটিতে আদিবাসী পতাকা টাঙানোর পরিকল্পনা জানায় নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকার। সেজন্য নতুন খুঁটি স্থাপনসহ খরচ ধরা হয় ১৭ মিলিয়ন ডলার। কাজ শেষ হতে সময় লাগার কথা ২ বছর। তবে সিদ্ধান্ত পাল্টে বিদ্যমান খুঁটিতেই আদিবাসী পতাকা টাঙানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আর রাজ্যটির পতাকা সরিয়ে নেয়া হবে সিডনির অন্য কোনো স্থানে।

অবশেষে সিডনির হারবার ব্রিজে স্থায়ীভাবে উড়তে যাচ্ছে নৃতাত্ত্বিকদের পতাকা। পাঁচ বছর চেষ্টার পর অবশেষে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অধিকার আদায়ে সফল হয়েছে আইনজীবিরা চলতি বছরের শুরুর দিকে নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্য সরকার নৃতাত্ত্বিকদের পতাকা উড়ানোর ঘোষণা দেন। সাথে নতুন একটি খুঁটি স্থাপন করার কথাও জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে৷ সম্পূর্ণ কাজ শেষ হতে সময় লাগবে প্রায় দুই বছরের মতো। পুরো কাজে ব্যয় হবে প্রায় ২৫ মিলিয়ন ডলার। ব্রিজটিতে বছরজুড়ে নিউ সাউথ ওয়েলসের পতাকা উড়লেও বিশেষ বিশেষ দিনগুলোতে দেখা মিলতো নৃতাত্ত্বিকদের পতাকা। তবে, দীর্ঘ সময় আইনি লড়াইয়ের পর এবার নিজেদের অধিকার আদায় নিশ্চিত করলো দেশটির ক্ষুদ্র জনগোষ্ঠীরা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply