বরিশাল প্রতিনিধি:
বরিশালে ছুটে যাওয়া কোরবানির গরু ধরতে গিয়ে পিলারের সাথে ধাক্কা লেগে জাহাঙ্গীর হোসেন নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার (১০ জুলাই) সকালে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত জাহাঙ্গীর হোসেন রহমতপুর বাজারের ওষুধ ব্যবসায়ী এবং ওই এলাকারই বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ফজরের নামাজ শেষে গরুটিকে কোরবানির জন্য নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে চেয়েছিলেন জাহাঙ্গীর হোসেন। কিন্তু হঠাৎ গরুটি বেপরোয়াভাবে দৌড় দিলে তা ধরতে গিয়ে রাস্তার পাশের একটি সীমানা পিলারে ধাক্কা খান জাহাঙ্গীর।
এরপর গুরুতর আহত জাহাঙ্গীরকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।
/এসএইচ
Leave a reply