দক্ষিণ কোরিয়ায় ৩০ বছরের সর্বোচ্চ মূল্যস্ফীতি

|

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষ। বার্ষিক মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৮ শতাংশে। দেশটিতে কয়েক মাস ধরেই বাড়ছে দ্রব্যমূল্য। ৩০ বছরের মধ্যে সর্বোচ্চে ঠেকেছে মূল্যস্ফীতি।

তাছাড়া দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ। বিশ্ববাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় চাপ বেড়েছে রিজার্ভে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে জনগণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি বৈঠক করে দেশটির সরকার। সিদ্ধান্ত হয়, সাময়িক সময়ের জন্য নিত্যপ্রয়োজনীয় সাতটি পণ্যের ওপর থেকে শুল্ক তুলে নেয়ার। জনগণের নিত্যব্যয়ে প্রভাব কমাতে গত শুক্রবার ৬২৫ মিলিয়ন ডলারের নতুন পরিকল্পনা প্রকাশ করে সরকার।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply