সুনামগঞ্জের বন্যাদুর্গতদের জন্য মাংস পাঠিয়েছেন ব্যবসায়ী ফারাজ করিম

|

সুনামগঞ্জের বন্যাদুর্গত মানুষের এবার ঈদের আনন্দ নেই। কোরবানি দিতে পারেননি অধিকাংশ গ্রামের মানুষ। তাদের জন্য চট্টগ্রাম থেকে মাংস পাঠিয়েছেন ব্যবসায়ী ফারাজ করিম। এসব মাংস সেনাবাহিনীর মাধ্যমে বিতরণ হচ্ছে দুর্গত এলাকায়।

এর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা নিজেদের উদ্যোগেও বন্যার্ত মানুষের জন্য পশু কোরবানি করেছেন। ঈদের আনন্দ সবার মাাঝে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন সেনা সদস্যরা।

এখন পর্যন্ত সুনামগঞ্জে ২৮টি গরু কোরবানি হয়েছে সেনাবাহিনীর মাধ্যমে। ঈদের ২য় দিনেও সকাল থেকে জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর, দিরাই ও সদর উপজেলার গ্রামগুলোতে ঘুরে ঘুরে কোরবানির পশুর মাংস বিতরণ করা হচ্ছে। আগামীকালও কোরবানি করা পশুর মাংস বিতরণ হবে দুর্গম এলাকার বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply