দাম না পেয়ে চামড়া নদীতে ফেলে দিয়েছের মৌলভীবাজারের ব্যবসায়ীরা

|

কাঙ্ক্ষিত দাম না পেয়ে কোরবানির চামড়া নদীতে ফেলে দিয়েছেন মৌলভীবাজারের ব্যবসায়ীরা। লবণ সংকট আর লোডশেডিংয়ের কারণে সংরক্ষণ করা যায়নি বিপুল সংখ্যক কাঁচা চামড়া। বিষয়টি প্রশাসনকে জানিয়েও ফল মেলেনি, তাই লোকসানে পড়েছেন এ খাত সংশ্লিষ্টরা।

গেল কয়েক বছর ধরে চামড়ার কাঙ্ক্ষিত দাম মিলছে না। সরকার চামড়ার দর নির্ধারণ করে দিলেও তা মানা হয়নি। তার ওপর সংরক্ষণের অভাবে অনেক চামড়া নষ্ট হয়েছে। আড়তদাররা জানান, কাঁচা চামড়া সংরক্ষণে লবণ সংকট মৌলভীবাজারে। এছাড়া বিদ্যুৎ বিভ্রাটের কারণে কোরবানি পশুর অনেক চামড়া প্রাথমিক প্রক্রিয়াজাত করা যায়নি। এতে নষ্ট হয়েছে কয়েক লাখ টাকার চামড়া।

বিপুল সংখ্যক চামড়া নষ্ট আর নদীতে ফেলে দেয়ার বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়েছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান। তবে তাতেও কোনো লাভ হয়নি বলে জানান এই জনপ্রতিনিধি।

প্রসঙ্গত, এবার ঈদে মৌলভিবাজার জেলার সাতটি উপজেলায় ৫০ লাখের বেশি পশু কোরবানি হয়েছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply