সাউন্ডবক্সে গান বাজিয়ে পদ্মা সেতুতে ওঠার চেষ্টা, দুটি পিকআপ জব্দ

|

জব্দকৃত দুই পিকআপ।

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

পদ্মা সেতুতে উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজিয়ে ওঠার চেষ্টাকালে দুটি পিকআপ জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু (উত্তর) থানা মোড় থেকে পিকআপ দুটি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু (উত্তর) থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসাইন জানান, উচ্চস্বরে গান বাজাতে বাজাতে সেতুতে উঠছিল পিকআপ দুটির যাত্রীরা। সাইন্ডবক্সের সাথে যাত্রীতে ভর্তি ছিল পিকআপ দুটি। বিশৃঙ্খলার চেষ্টা করায় ট্রাফিক পুলিশ পিকআপ দুটি জব্দ করে থানায় হস্তান্তর করেছে। পিকআপ দুটি বর্তমানে থানায় রয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দুই পিকআপের একটিতে থাকা মো. নোমান নামের এক যুবক জানান, আমরা রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে ঈদ উপলক্ষে পরিবার-স্বজনসহ পদ্মা সেতু দেখতে এসেছি। আনন্দ করার জন্য সাইন্ডবক্স নিয়ে এসেছিলাম। আমরা জানতাম না যে সাইন্ডবক্স নিয়ে আসা যাবে না। জানলে সাউন্ডবক্স আনতাম না।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply