আজ আষাঢ়ী পূর্ণিমা। বৌদ্ধ সম্প্রদায়ে জন্য তাৎপর্যপূর্ণ একটি বিশেষ দিন। পঞ্চস্মৃতি বিজড়িত এই আষাঢ়ী পূর্ণিমা তিথি। দিনটি উপলক্ষ্যে বৌদ্ধ মন্দিরগুলোতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনব্যাপী ধর্মীয় আচার অনুষ্ঠান।
মঙ্গলবার (১২ জুলাই) সকাল থেকে আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে নানা বয়সের পূজারিরা বান্দরবানে নিজ নিজ বিহারে সমবেত হয়ে পুণ্যলাভের জন্য ফুল পূজা, কাঁচা ফল পূজা, পানীয় পূজা, মোমবাতি ও আগরবাতি পূজাসহ নিজ হাতের তৈরি পিঠা ও ছোয়েং (আহার) দান করেন ভক্তরা।
বান্দরবানের রাজবিহার, কালাঘাটা বড়ুয়া বৌদ্ধ বিহার, বালাঘাটা বৌদ্ধ বিহার, উজানী পাড়া বৌদ্ধ বিহারসহ বিভিন উপজেলায় বৌদ্ধ বিহারেও চলছে প্রার্থনা, গুরুভক্তি, ছোওয়াইং প্রদান, বুদ্ধ মূর্তি স্নান, হাজার প্রদীপ প্রজ্জলন, ধর্ম দেশনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় সমাবেত প্রার্থনা।
আষাঢ়ী পুর্ণিমা তিথি থেকে শুরু করে আর্শিনী পূর্ণিমার তিথি পর্যন্ত তিনমাস বর্ষাবাস পালন করবে বৌদ্ধ ধর্মালম্বীরা। এসময় সংযম পালনের মধ্য দিয়ে ন্যায়, সৎ পথে চলা, বুদ্ধের জীবনানুসরণ ও পরোপকারে ব্রত হয়ে তিনমাস অতিক্রম করবেন ভক্তরা।
/এডব্লিউ
Leave a reply