ভিনিৎসিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৩

|

ইউক্রেনের ভিনিৎসিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৩ শিশুসহ অন্তত ২৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি এটিকে ইতোমধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন। খবর বার্তাসংস্থা এএফপির।

বৃহস্পতিবার (১৪ জুন) রুশ বাহিনীর ছোড়া ৩টি রকেটের ভেতর ২টি রকেট ভিনিৎসিয়ার কেন্দ্রীয় শহরে গিয়ে পতিত হয়। এতে ২০ জন মানুষ তাৎক্ষণিক নিহত হয়। উদ্ধারকর্মীরা পরে নিহতের সংখ্যা ২৩ জন বলে জানায় এবং আরও ৩৮ জনের সন্ধান অব্যাহত রয়েছে বলেও জানায় তারা।

প্রশাসন জানায়, লোকালয়ের আবাসিক ভবন লক্ষ্য করে ছোঁড়া হয় মিসাইল। এতে বেশকিছু ঘরবাড়ি ও স্থাপনা পরিণত হয় ধ্বংসস্তুপে। তাছাড়া অন্তত ৫০টি যানবাহনে ছড়িয়ে পড়ে আগুন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ হামলায় শঙ্কিত বলে জানিয়েছেন। এদিকে ইউরোপীয় ইউনিয়ন এটিকে নৃশংসতা বলে নিন্দা জানিয়েছে। দু’জনেই এ হামলার জন্য জবাবদিহিতার আহ্বান জানিয়েছেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply