ইরানবিরোধী যৌথ ঘোষণায় সই করলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

|

ছবি: সংগৃহীত

ইরানবিরোধী যৌথ ঘোষণায় স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। বৃহস্পতিবার (১৪ জুলাই) জেরুজালেমে হয় এ স্বাক্ষর অনুষ্ঠান।

মধ্যপ্রাচ্যে জো বাইডেনের চারদিনের সফরের দ্বিতীয় দিনে বৈঠকে বসেন তারা। এরপর ভারত ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সাথে ভার্চুয়াল সম্মেলনেও যোগ দেন তারা। ঘোষণা অনুসারে, তেহরানকে পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ হওয়া থেকে বিরত রাখবে দেশগুলো। প্রয়োজনে ব্যবহৃত হবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শক্তিমত্তার সবটুকু।

তাছাড়া, ইসরায়েলকে সামরিক সহায়তা দেয়ার ইস্যুটিও অব্যাহত থাকবে। ২০১৬ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে দশ বছর মেয়াদী ৩ হাজার ৮০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

এদিকে এই ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরান জানিয়েছে, সার্বভৌমত্বের ওপর বিন্দুমাত্র আঁচড় এলে মোক্ষম জবাব দেয়া হবে শত্রু দেশগুলোকে।

আরও পড়ুন: গোতাবায়ার পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা আসছে আজ

প্রসঙ্গত, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আলোচনার পর শুক্রবার সৌদি আরবের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে বাইডেনের।

সূত্র: টাইমস নিউজ।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply