‘শাটডাউনের মুখে পড়বে শ্রীলঙ্কা’

|

শিগগিরই স্থিতিশীল সরকার গঠিত না হলে শাটডাউনের মুখে পড়বে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার (১৪ জুন) এই সতর্কবার্তা দেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নন্দলাল ভীরাসিংহে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির নিউজ নাইট অনুষ্ঠানে তিনি বিশেষ সাক্ষাৎকার দেন। সেখানে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, সহসা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। যা মজুদ রয়েছে এর মাধ্যমে চলতি মাসের শেষ নাগাদ ডিজেলের ৩টি শিপমেন্ট হতে পারে। তাছাড়া এক বা দুইটি জাহাজে আনা যাবে পেট্রোল।

তিনি আরও জানান, আমদানি বন্ধ হয়ে গেলে যেকোনো মুহূর্তে শ্রীলঙ্কার বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা ও দফতরগুলোয় ঝোলাতে হবে তালা। তার দাবি, স্থিতিশীল প্রশাসনের ওপরই নির্ভর করছে আন্তর্জাতিক ঋণ সহায়তা পাওয়ার বিষয়টি। কারণ টালমাটাল সরকার ব্যবস্থায় কখনোই মোটা অঙ্কের ঋণ দেবে না দাতাগোষ্ঠীগুলো। ৭০ বছরের ইতিহাসে চরম অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply