ফেনারবাচে অধ্যায় শেষ, নতুন তুর্কিয়ে ক্লাবে ‘বিতর্কিত’ ওজিল

|

ছবি: সংগৃহীত

কোচের সাথে বিবাদে জড়ানোর জেরে মেসুত ওজিলের সাথে মেয়াদ থাকার পরও চুক্তি বাতিল করে দেয় ফেনারবাচে। এরপর থেকে গুঞ্জন ছিল হয়তো অবসর নিয়ে নেবেন ওজিল। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে আরেক তুর্কি ক্লাব ইস্তানবুল বাসাকসেহিরে যোগ দিয়েছেন ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার।

আনুষ্ঠানিক ঘোষণায় ওজিলকে দলে নেবার সিদ্ধান্ত জানিয়েছে বাসাকসেহির। আপাতত এক বছরের চুক্তি হয়েছে দুই পক্ষের মধ্যে।

প্রচণ্ড সামালোচনা করে আর্সেনাল ও জাতীয় দল জার্মানির অধ্যায় শেষ করেছিলেন এই আক্রমণাত্মক মিডফিল্ডার। এরপর ২০২১ সালে ফ্রি ট্রান্সফারে ওজিল যোগ দেন শৈশবের প্রিয় ক্লাব ফেনারবাচেতে। কিন্তু সেখানেও বিতর্ক এড়াতে পারেননি তিনি। কোচের সঙ্গে বাকবিতণ্ডার জেরে গত মার্চ থেকে একাদশে সুযোগ পাননি ওজিল। সেই জেরে মাত্র ১৮ মাসেই শেষ হয়েছ তার ফেনারবাচে অধ্যায়। মেয়াদ থাকলেও তার সঙ্গে চুক্তিটাই বাতিল করে দিয়েছে ক্লাব।

আরও পড়ুন: আর্জেন্টিনা আদালতে যাওয়ার পর ফের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে অনিশ্চয়তা

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply