সুদানে জাতিগত দাঙ্গায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে। দেশটির নীলনদ রাজ্যে দুই গ্রুপের মধ্যে হয় এ সংঘর্ষ। স্থানীয় সময় শনিবারের (১৬ জুলাই) এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।
প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়, জমিজমা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর মধ্যে প্রায়ই সংঘাত হয়। তবে, শনিবার তা বিস্তৃত আকার ধারণ করে। সড়ক অবরোধের পাশাপাশি আগুন দেয়া হয় বহু ঘরবাড়িতে। প্রাণ বাঁচাতে ভিটে মাটি ছাড়ছেন অনেকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা ও আধা সামরিক বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া, আগামী এক মাসের জন্য অঞ্চলটিতে সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
/এনএএস
Leave a reply