জুলাই মাস জুড়েই থাকবে ভ্যাপসা গরম

|

ছবি: সংগৃহীত

রাজধানীতে সোমবার (১৮ জুলাই) মধ্যদুপুরে হঠাৎ আকাশ ভেঙ্গে নামে বৃষ্টি। কিন্ত তা মরুভূমির বুকে নিত্তান্তই এক ফোটা পানির মতো। বৃষ্টির পরই আবারও অস্বস্তিকর গরম। যা কমার কোনো আশার কথা শোনাতে পারছে না আবহাওয়া অফিস।

আগামী দিনগুলোতে খানিকটা বৃষ্টি হলেও পুরো জুলাই মাস জুড়েই থাকবে ভ্যাপসা গরম। গরমে জনজীবন যেমন বিপর্যস্ত হয়ে উঠেছে তেমনি বর্ষাকালে অনাবৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়ছে দেশের

আবহাওয়াবিদ ড. মো. আব্দুল মান্নান বলেন, এই সময়ে প্রচুর পরিমাণে বৃষ্টি না হলে ভ্যাপসা গরম কোনোভাবেই কমবে না। বাতাসের প্রিমাণ কমে গেলে জলীয়বাষ্পের উপস্থিতির কারণে গরম অবস্থা থেকে যাবে।

সকাল থেকেই রোদ আর মেঘের লুকোচুরি। মেঘের ছায়ায় তাপ ছড়িয়েছে কম। স্বস্তি দিয়েছে হু হু বাতাস। কিন্তু এর মাঝেই সূর্যের রুদ্রমূর্তি, তার তেজে নাগরিক জীবনে নাভিশ্বাস।

টানা তাপদাহ আর অনাবৃষ্টি হুমকির মুখে পড়েছে কৃষি। নষ্ট হচ্ছে বীজতলা। দুশ্চিন্তায় কৃষক। তাদের কাঙ্ক্ষিত টানা বৃষ্টির সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। এ বছরের টানা অনাবৃষ্টি এবং অস্বস্তিকর গরম জলবায়ু পরিবর্তনের প্রভাব বলে মনে করেছেন আবহাওয়াবিদরা।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply