কোনো কারণ না জানিয়ে একইদিনে অবসরে দুই ক্যারিবীয় ক্রিকেটার

|

দিনেশ রামদিন ও লেন্ডল সিমন্স। ছবি: সংগৃহীত।

কোনো কারণ উল্লেখ না করে একই দিনে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা ক্রিকেটার দিনেশ রামদিন ও লেন্ডল সিমন্স। সোমবার (১৮ জুলাই) আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ান এই দুই ক্রিকেটারই। তবে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন এই দুই তারকা।

প্রায় ১৬ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮ টেস্ট, ৬৮ ওয়ানডে ও ৬৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সিমন্স। টেস্টে বিবর্ণ ছিলেন সিমন্স। নেই কোনো শতক কিংবা অর্ধশতকের মার। অ্যাভারেজও বিশের নিচে। ওয়ানডেতে দুই হাজার ছুঁইছুঁই রান সিমন্সের। ১৬টি অর্ধশতকের পাশাপাশি আছে দুইটি শতকের ইনিংসও। তবে টি-টোয়েন্টিতে ভালোই সফল তিনি। ৬৮ ম্যাচে ২৬.৩৩ গড়ে করেছেন ১৫২৭ রান।

আরও পড়ুন: প্রিমিয়ার ডিভিশনে আম্পায়ারিং নিয়ে কোনো সমস্যার কথা আমার জানা নেই: পাপন

এদিকে, ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৭৪টি টেস্ট, ১৩৯টি ওয়ানডে ও ৭১টি টি-টোয়েন্টি খেলেছেন রামদিন। টেস্টে রামদিনের রান ২৮৯৮। গড় মোটে ২৫.৮৮। আর ওয়ানডেতে ২৫ অ্যাভারেজে করেছেন ২২০০ রান। টি-টোয়েন্টিতে ১৮.৭১ অ্যাভারেজে আছে ৬৩৬ রান।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply