গল টেস্টে জয়ের সুবাস পাচ্ছে পাকিস্তান। শ্রীলঙ্কার দেয়া ৩৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন শেষে দলটির সংগ্রহ ৩ উইকেটে ২২২ রান। ম্যাচ জিততে শেষ দিনে সফরকারীদের প্রয়োজন আর মাত্র ১২০ রান।
শ্রীলঙ্কার দেয়া ৩৪২ রানের লক্ষ্যে দারুণ শুরু পায় বাবর আজমের দল। দলীয় ৮৭ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ৩৫ রান করে ফেরেন ইমাম উল হক। এরপর দ্রুত বিদায় নেন আজহার আলী। তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন ওপেনার আব্দুল্লাহ শফিক ও অধিনায়ক বাবর আজম। ক্যারিয়ারে দ্বিতীয় শতকের দেখা পান শফিক। অপরাজিত আছেন ১১২ রানে। তবে ৫৫ রানে ফেরেন বাবর।
এর আগে ৩৩৩ রানের লিড নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। সকালে আর মাত্র ৮ রান যোগ করে ৩৩৭ রানে শেষ হয় লঙ্কানদের দ্বিতীয় ইনিংস। মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি মিস করেন দিনেশ চান্দিমাল। পাঁচ উইকেট শিকার করেন মোহাম্মদ নওয়াজ।
আরও পড়ুন: কোনো কারণ না জানিয়ে একইদিনে অবসরে দুই ক্যারিবীয় ক্রিকেটার
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২২২ রানে অলআউট হয় স্বাগতিক শ্রীলঙ্কা। আর ২১৮ রানে শেষ হয় পাকিস্তানের প্রথম ইনিংস।
জেডআই/
Leave a reply