সন্ত্রাসবাদ দমনে সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযান বৃদ্ধি করবে তুরস্ক। মঙ্গলবার (১৯ জুলাই) ত্রিদেশীয় বৈঠকে আবারও সতর্কবার্তা দিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খবর আলজাজিরার।
তেহরানের ঐ বৈঠকে বসেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রঈসি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ‘আস্তানা শান্তি প্রক্রিয়ার আওতায় ১১ বছর যাবত চলা সিরিয়া যুদ্ধের ইতি টানতে তৎপর তিন দেশের রাষ্ট্রপ্রধান। এ বিষয়ক যৌথ বিবৃতিও প্রকাশ করেছেন তারা।
তবে এরদোগান স্পষ্টভাবে জানান, কুর্দি যোদ্ধাদের পরিচালিত YPG সশস্ত্র সংগঠনকে পরাস্ত করতে শিগগিরই সিরিয়ায় চালাবেন সামরিক অভিযান। তারা সীমান্তবর্তী তাল রিফাত ও মানবিজ শহরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সেখান থেকেই তুর্কি ভূখণ্ডে চালায় হামলা, এমনটা অভিযোগ এরদোগানের। কালো তালিকাভুক্ত সংগঠনটিকে নির্মূলে মিত্র রাশিয়া ও ইরানের সহযোগিতা চান তিনি।
এটিএম/
Leave a reply