ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য পুনঃঅর্থায়ন তহবিল চালু করলো বাংলাদেশ ব্যাংক

|

ছবি: সংগৃহীত।

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ২৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল চালু করেছে বাংলাদেশ ব্যাংক। তহবিল থেকে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ পাবেন উদ্যোক্তারা। মঙ্গলবার (১৯ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে সহজ শর্তে ঋণের সুযোগ তৈরি করা হলে তা প্রবৃদ্ধি অর্জনকে গতিশীল করবে। সেই লক্ষ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ বিতরণ করা হবে।

সার্কুলারে বলা হয়, এ ক্ষেত্রে নারী উদ্যোক্তা, বিশেষ চাহিদার উদ্যোক্তা এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারা অগ্রাধিকার পাবেন। বিতরণকৃত মোট ঋণের ন্যূনতম ৭৫ শতাংশ ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে এবং সর্বোচ্চ ২৫ শতাংশ মাঝারি উদ্যোক্তাদের মাঝে বিতরণ করতে হবে। তবে খেলাপিরা পুনঃঅর্থায়নের সুবিধা পাবেন না। গ্রেস পিরিয়ডসহ ঋণের মেয়াদ হবে ৫ বছর।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply