ঢাকা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক, রেললাইন ছেড়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

|

প্রতীকী ছবি।

কর্তৃপক্ষের আশ্বাসে চার ঘণ্টা পর রেললাইন ছেড়েছে ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সবার টিকিট নিশ্চিত করা এবং প্রয়োজনে ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করে যাত্রীসেবা দেয়ার আশ্বাস কর্তৃপক্ষের।

এর আগে, বুধবার (২০ জুলাই) সকালে রাজশাহীগামী ট্রেনের জন্য বেশ কিছু শিক্ষার্থী টিকিট নিতে লাইনে দাঁড়ান। তাদের অভিযোগ মাত্র সাড়ে চার মিনিট টিকিট দেয়ার পরেই ঘোষণা করা হয়, আর কোনো টিকিট নেই। এতে অসন্তোষ দেখা দেয় শিক্ষার্থীদের মাঝে। এরপর শত শত শিক্ষার্থী রেললাইনের ওপর দাঁড়িয়ে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বন্ধ করে দেয়।

এর ফলে কমলাপুর রেল স্টেশন থেকেও সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন শত শত যাত্রী। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, কালোবাজারিতে বিক্রি হয় টিকিট। রেল কর্মকর্তাদের যোগসাজশে সাধারণ মানুষ টিকিট পান না। রেলের এই অব্যবস্থাপনার স্থায়ী সমাধান চান তারা।

প্রসঙ্গত, ২০২১-২২ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা রয়েছে আগামী ২৫ জুলাই। এজন্য এসব শিক্ষার্থী এদিন ২৪ জুলাইয়ের টিকিট ক্রয় করতে চেয়েছিল।

শিক্ষার্থীরা রেললাইন থেকে চলে আসার পর স্টেশন থেকে ছেড়ে গেছে আটকে থাকা নীলসাগর এক্সপ্রেস।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply