রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপে অংশ না নেয়ার ঘোষণা দিলেও বিএনপির জন্য নির্বাচন কমিশন অপেক্ষা করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বুধবার (২০ জুলাই) বিকেলে ইসির সাথে বৈঠকে বসতে সময় নির্ধারণ করা আছে দলটির।
বুধবার সকাল সাড়ে ১০টায় গণতন্ত্রী পার্টির সাথে সংলাপে বসে নির্বাচন কমিশন। এরপর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সংলাপে ইভিএমের মাধ্যমে ভোটের পক্ষে কথা বলেছেন গণতন্ত্রী পার্টি। চতুর্থ দিনের সংলাপে দলটি নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ইসিকে পদক্ষেপ নিতে আহ্বান জানায়।
এ সময় সিইসি বলেন, ইসির ওপর যেসব দলের আস্থা আছে তারা সংলাপে এসেছে। যাদের আস্থা নেই তাদেরও আস্থা ফিরবে বলে আশা করেন তিনি। এর আগে গতকাল বিএনপির সাথে ২০ দলীয় জোটে থাকা কল্যাণ পার্টি সংলাপে অংশ নেয়নি। ৩১ জুলাই পর্যন্ত চলবে ইসির সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা।
/এমএন
Leave a reply