রেলে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির ঘটনার বিষয়ে দুদক ও রেল মন্ত্রণালয়ের কাছে বিস্তারিত জানতে চেয়েছেন হাইকোর্ট।
বুধবার (২০ জুলাই) সকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ রাষ্ট্রপক্ষের আইনজীবীকে রনির বিষয়ে তথ্য জানানোর জন্য বলেন। আদালত বলেন, দুর্নীতির অভিযোগ করে কমলাপুর রেলস্টেশনে একজন ছেলে দিনের পর দিন অবস্থান করছেন। বিষয়টির সমাধান হওয়া প্রয়োজন।
গত ৭ জুলাই থেকে রেলওয়ের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদে ছয় দফা দাবিতে হাতে শিকল বাঁধা অবস্থায় কমলাপুর রেলস্টেশনে অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। গতকাল রেল ভবনে রেলওয়ের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দিয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন রনি।
/এমএন
Leave a reply