মা হওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে কারিনার হাস্যরস, জনসংখ্যা বৃদ্ধিতে সাইফের অনেক অবদান

|

তৃতীয়বারের মতো মা হতে চলেছেন কারিনা কাপুর খান, নেটমাধ্যমে এমন গুজব চলছিল বেশ কিছু দিন ধরে। এবার সেই গুজব উড়িয়ে দিয়ে জানালেন যে তিনি মা হচ্ছেন না। বরং হাস্যরসের সাথে বলেন, সাইফ জনসংখ্যা বৃদ্ধিতে অনেক অবদান রেখেছে।

মুম্বাইভিত্তিক সংবাদ মাধ্যমে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কারিনার একটি ছবি ছড়িয়ে পড়ে যেই ছবি দেখে তার ভক্তরা ভাবতে থাকেন তিনি বুঝি তৃতীয় বারের মতো মা হতে চলেছেন।

এই গুজবের জবাব দিতে কারিনা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখেন, পাস্তা ও ওয়াইন খাওয়ার ফলে আমাকে ছবিতে অমন দেখাচ্ছিল। আপনারা শান্ত হোন। আমি অন্তঃসত্ত্বা নই। সাইফ বলেছে, আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধিতে এমনিতেই ও অনেক অবদান রেখেছে।

কারিনা বর্তমানে তার স্বামী সাইফ আলি খান ও সন্তানদের নিয়ে ইটালিতে ছুটি কাটাচ্ছেন। এছাড়া আগামী আগস্টে মুক্তি পাচ্ছে তার ‘লাল সিং চাড্ডা’ সিনেমা। এই ছবিতে নায়ক হিসেবে সুপারস্টার আমির খান রয়েছেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply