সরকার পরিবর্তন না হলে নির্বাচন কমিশনের সাথে কোনো সংলাপ নয়: মির্জা আব্বাস

|

সরকার পরিবর্তন না হলে নির্বাচন কমিশনের সাথে কোনো সংলাপ নয় বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বিএনপিকে ছাড়া নির্বাচন করার সাধ্য বাংলাদেশে কারও নেই।

বুধবার (২০ জুলাই) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সকালে প্রেসক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিন বিএনপি।

সমাবেশের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সংসদ ভেঙ্গে দিয়ে নতুন সরকারের অধীনে কমিশন গঠন করতে হবে। সরকার পরিবর্তন না হলে, নির্বাচন কমিশনের সাথে কোনো সংলাপ নয়। বিএনপিকে ছাড়া নির্বাচন হবে না, সেটা ইসি বুঝলেও সরকার বোঝে না।

উক্ত সমাবেশে বিএনপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আর প্রতিবাদ নয়, এখন থেকে আওয়ামী লীগকে প্রতিরোধ করা হবে। আবারও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের চ্যালেঞ্জ জানান বিএনপির নেতারা।

বিদ্যুৎ, জ্বালানি সংকটসহ নানা বিষয়ে জনদৃষ্টি ভিন্নদিকে ঘুরাতে সরকার কূটকৌশলের আশ্রয় নিচ্ছে বলেও মনে করেন বিএনপি নেতারা।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply