শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হতে পারেন জ্যেষ্ঠ আইনপ্রণেতা দিনেশ গুনাবর্ধনে। বৃহস্পতিবার ৪টি রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর আজই মন্ত্রিসভা ঘোষণার কথা রনিল বিক্রমাসিংহের। অবশ্য মন্ত্রিপরিষদের কলেবর সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। তবে দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলাকে গুরুত্ব দিয়ে সাজানো হচ্ছে সরকার কাঠামো।
অভিজ্ঞ রাজনীতিক গুনাবর্ধনে ছিলেন শ্রীলঙ্কার সাবেক পররাষ্ট্রমন্ত্রী। ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত পালন করেছেন সরকারি চিফ হুইপের দায়িত্ব। তিনি বর্তমানে পার্লামেন্টের ‘লিডার অব দি হাউস’। দেশটির অন্যতম রাজনৈতিক পরিবার থেকে গুনাবর্ধনে প্রবেশ করেছেন পার্লামেন্টে। ৭৩ বছর বয়সী এই নেতা ১৯৮৩ সালে শুরু করেন সক্রিয় রাজনীতি। জনপ্রিয় মানবাধিকারকর্মী ফিলিপ গুনাবর্ধনের সন্তান তিনি।
ইউএইচ/
Leave a reply