রোহিঙ্গা গণহত্যা ইস্যুতে দায়ের করা গাম্বিয়ার মামলা চলবে কিনা সে ইস্যুতে আজ রায় দেবেন আন্তর্জাতিক বিচারিক আদালত, আইসিজে।
২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করে গাম্বিয়া। অভিযোগে বলা হয়, সাড়ে ৭ লাখের বেশি রোহিঙ্গার ওপর চালানো হয়েছে বর্বর নির্যাতন। যার বিরুদ্ধে জোরালো আপত্তি তোলে মিয়ানমার। তাদের বক্তব্য, গণহত্যার এমন অভিযোগ শুনানির এখতিয়ার নেই আন্তর্জাতিক বিচার আদালতের।
তাছাড়া, গাম্বিয়ার কোনো নাগরিক সরাসরি ক্ষতিগ্রস্ত না হওয়ায় এ বিষয়ে দেশটির আদৌ মামলা করার সুযোগ রয়েছে কিনা সেটি নিয়েও প্রশ্ন তুলছে তারা। দ্বিপাক্ষিক সমঝোতা না চালিয়েই সরাসরি মামলা দায়ের করা হয়েছে এমনটাও অভিযোগ মিয়ানমারের।
আন্তর্জাতিক কূটনীতিকদের প্রত্যাশা, সব যুক্তিতর্ক বিবেচনা করে মিয়ানমারের আপত্তি খারিজ করবেন এবং মূল মামলার শুনানি শুরুর অনুমতি দেবেন আন্তর্জাতিক বিচার আদালত।
প্রসঙ্গত, ২০২০ সালের জানুয়ারিতে এ মামলায় গুরুত্বপূর্ণ রায় দেন আইসিজে। সে রায়ে মিয়ানমারকে গণহত্যা রোধ প্রমাণাদি ধ্বংস করা বন্ধ করতে এবং এ বিষয়ে ৪ মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়।
/এডব্লিউ
Leave a reply