বাংলাদেশ থেকে ১৫ হাজার কর্মী নেবে গ্রিস

|

গ্রিসের সংসদে বাংলাদেশ থেকে কর্মী নেয়ার চুক্তি পাশ হয়েছে। চুক্তি অনুযায়ী দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন মোট পনেরো হাজার বাংলাদেশি। এছাড়া বৈধতা পাবে দেশটিতে বসবাসরত ১৫ হাজার বাংলাদেশি।

বৃহস্পতিবার (২১ জুলাই) গ্রিক সংসদে এ চুক্তি পাস হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম গ্রিক রিপোর্টার। দেশটির কৃষিখাতে প্রতি বছর ৪ হাজার করে মোট পনেরো হাজার শ্রমিক নেবে দেশটি।

সংসদে গ্রিসের আশ্রয় ও অভিবাসন মন্ত্রী বলেন, দেশটিতে প্রতিবছর প্রায় দেড় লাখ শ্রমিক প্রয়োজন। তাই বিভিন্ন দেশ থেকে বৈধ উপায়ে শ্রমিক নেয়ার উদ্যোগ নিয়েছে তারা।

দ্রুতই বাংলাদেশ থেকে মোসুমী শ্রমিক নেয়ার কথা রয়েছে গ্রিসের। কৃষিকাজ ও গবাদি পশু পালনের জন্য বাংলাদেশিদের পাঁচ বছর মেয়াদী ভিসা দেবে তারা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply