খুলনা মেডিকেলের টেকনোলজিস্টকে মারধরের অভিযোগ রেলওয়ে গার্ডের বিরুদ্ধে

|

ভুক্তভোগী টেকনোলজিস্ট

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের টেকনোলজিস্টকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে রেলওয়ের দুই গার্ডের বিরুদ্ধে। ঘটনার পর খুলনা রেলওয়ের প্ল্যাটফর্মে বেশ উত্তেজনার সৃষ্টি হয়। আহত টেকনোলজিস্ট প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের টেকনোলজিস্ট সেলিমুজ্জামান জানান, দুপুরে তিনি তার স্ত্রীকে ট্রেন থেকে আনতে খুলনা রেলস্টেশনে যান। ট্রেন আসতে দেরি করায় তিনি প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। এ সময় রেলওয়ের দুই গার্ড রাহাদুজ্জামান ও তরিকুল ইসলাম তাকে প্ল্যাটফর্ম থেকে চলে যেতে বললে সেলিমুজ্জামানের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গার্ড সেলিমুজ্জামানের চোখ, মুখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলাপাতাড়ি ঘুষি ও মারধর করে। মারধরে তিনি মাথায় ও চোখে বেশ আঘাত পেয়েছেন।

এ সময় তার চিৎকারে আশাপাশের লোকজন ছুটে এসে আহত সেলিমুজ্জামানকে উদ্ধার করেন। এ ঘটনায় মেডিকেল টেকনোলজিস্ট সেলিম রেলওয়ের স্টেশন মাস্টারের কাছে লিখিত অভিযোগ করেছেন। রেল কর্তৃপক্ষ ঘটনার তদন্তে কমিটি গঠন করবে বলে জানিয়েছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply