কৃষ্ণসাগর দিয়ে পণ্য রফতানি নিয়ে চুক্তি সই হওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে ইউক্রেনের ওডেসা বন্দরে চালানো হয়েছে মিসাইল হামলা। স্থানীয় সময় শনিবার (২৩ জুলাই) সকালে রাশিয়া দু’দফা হামলা চালায় বলে অভিযোগ কিয়েভের। খবর দ্য গার্ডিয়ানের।
বন্দরের যে এলাকায় খাদ্যশস্য মজুদ করে রাখা হয়েছে সেখানে টার্গেট করে হামলা চালিয়েছে মস্কো। ইউক্রেনের দাবি, তাৎক্ষণিক আরও দুটি মিসাইল ঠেকিয়ে দেয়া হয়েছে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে। তবে এই হামলার ঘটনায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি। চুক্তির পরপরই এমন হামলাকে জঘন্য বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। তবে হামলার অভিযোগ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি মস্কো।
/এমএন
Leave a reply