জয়পুরহাটে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

|

প্রতীকী ছবি

সিনিয়র করেসপনডেন্ট:

জয়পুরহাটে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে জেসমিন আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ জুলাই) দুপুরে জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, স্বামী, সন্তান, ছোট বোনকে সাথে নিয়ে বাবার বাড়ি লালমনিরহাটে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন জেসমিন। ব্যাটারি চালিত অটোভ্যানযোগে জয়পুরহাট স্টেশনে যাওয়ার পথে কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে রিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে গুরুতর আহত হন জেসমিন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply