নির্বাচন কমিশন সালিশি সংস্থার কাজ করছে না: সিইসি

|

সিইসি কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি।

কোনো দলকে নির্বাচনে আনার জন্য সালিশি সংস্থার কাজ নির্বাচন কমিশন (ইসি) করছে না। তবে ইসি চায় সকল দল ভোটে আসুক, এমনটি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রোববার (২৪ জুলাই) রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের সংলাপের ষষ্ঠ দিনের সংলাপে তিনি এ কথা বলেন। নির্বাচনকালীন সময়ে যে সরকারই থাকুক, কমিশন তাদের সঙ্গে কাজ করবে বলেও জানিয়েছেন সিইসি।

এদিন দুপুরে ইসির সাথে সংলাপে বসেন জাসদের নেতারা। দলটির পক্ষ থেকে বিদেশীদের পরামর্শ না নিতে কমিশনের প্রতি আহ্বান জানানো হয়।

এর আগে সকালে সংলাপে অংশ নেয় বাংলাদেশ খেলাফত আন্দোলন। সংসদে সংরক্ষিত নারী আসন বাতিল এবং রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী সদস্য বিলুপ্তির দাবি জানায় দলটি। এছাড়া নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, না ভোট চালু এবং ইভিএম-এ ভোট না নেয়ার দাবিও জানায় তারা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply