দুই বছর পর ইরানে জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর

|

ছবি: সংগৃহীত

দুই বছর পর ইরানে জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। পুলিশের এক কর্মকর্তাকে হত্যার এক অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা ওই ব্যক্তির নাম ইমান সাবজিকার। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজে একজন পুলিশ অফিসারকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন তিনি। শনিবার (২৩ জুলাই) ভোরে অপরাধের স্থানে ফাঁসি দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ইরান হিউম্যান রাইটস’র পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম বলেছেন, নৃশংস শাস্তির পুনঃপ্রবর্তনের উদ্দেশ্য হলো প্রতিবাদ করা থেকে মানুষকে ভয় দেখানো।

তিনি আরও বলেন, আমরা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে বেশি প্রতিবাদ করে, বিশেষ করে প্রকাশ্যে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে এবং আন্তর্জাতিক সম্প্রদায় কঠোর অবস্থান নেয়ার মাধ্যমে এই ধরনের মধ্যযুগীয় কর্মকাণ্ড বন্ধের বিষয়ে কাজ করতে পারি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply