বানরের জ্বালায় অতিষ্ঠ জাপানের শহর ইয়ামাগুশি

|

বানরের উৎপাতে অতিষ্ট জাপানের শহর ইয়ামাগুশি। গেলো এক সপ্তাহে বুনো প্রাণীটির আক্রমণের শিকার হয়েছেন কমপক্ষে ৪২ অধিবাসী।

বানরের আক্রমণের শিকার হয়েছেন প্রবীণ ও শিশুরাও। মূলত হাত-পা-পেটে কামড় বা আঁচড় দিয়ে জখম করা হচ্ছে। কখনও মাথা বা ঘাড়েও চালানো হয় হামলা। তাতে আতঙ্ক ছড়িয়েছে শহরটিতে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জাল ফেলে বানর ধরার চেষ্টা করছেন পুলিশ সদস্যরা। কিন্তু ফাঁদ কেটে বেরিয়ে যায় প্রাণিগুলো। তাই সাময়িক অজ্ঞান করার জন্য ট্রাংকুইলাইজার বন্দুক ব্যবহার করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ম্যাকাক প্রজাতির বানর মানুষের ওপর হামলা চালাচ্ছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচারের তথ্য অনুসারে বিরল প্রজাতির তালিকায় রয়েছে প্রাণিগুলো। তবে সম্প্রতি জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেড়েছে প্রজাতিটির সংখ্যা। মূলত নদী পেরিয়ে বন থেকে শহরে প্রবেশ করছে বানরগুলো।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply