ভারতীয় লোকসভার অধিবেশন চলাকালে বিক্ষোভ করায় ৪ আইনপ্রণেতা বরখাস্ত

|

ভারতে লোকসভার অধিবেশন চলাকালে বিক্ষোভ প্রদর্শন করায় কংগ্রেসের ৪ আইনপ্রণেতাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দ্য হিন্দুর প্রতিবেদনে দেয়া হয়েছে এমন তথ্য।

সোমবার (২৫ জুলাই) অধিবেশন চলাকালে প্ল্যাকার্ড-পোস্টার নিয়ে প্রবেশ করেন বিরোধী এমপিরা। তাদের দাবি, দ্রব্যমূল্য বৃদ্ধির মতো গুরুতর ইস্যু উত্থাপন করা হোক পার্লামেন্টে। তবে অশোভনীয় আচরণের অভিযোগে তাদের গোটা বর্ষাকালীন অধিবেশনের জন্য বরখাস্ত ঘোষণা করেন লোকসভার স্পিকার। ১২ আগস্ট পর্যন্ত চলবে এ অধিবেশন।

শাস্তিপ্রাপ্ত কংগ্রেস সদস্যরা হলেন তামিলনাড়ুর দুই এমপি মনিকাম ট্যাগোর ও জ্যোতিমনি এবং কেরালার দুই এমপি রামাইয়া হরিদাস ও টি এন প্রতাপন। অবশ্য পার্লামেন্ট এলাকাতেই তারা দাবি নিয়ে অবস্থান নিয়েছেন।

গেলো এক সপ্তাহ ধরে রান্নার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং প্যাকেটজাত পণ্যের ওপর পরিষেবা কর, জিএসটি বসানোর প্রতিবাদে বিরোধী নেতারা বিক্ষোভ করছেন। পরিস্থিতি এমন হওয়ায় প্রতিদিনই সভা মূলতবি করতে বাধ্য হচ্ছেন স্পিকার।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply