পতিতালয় চালানোর অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার

|

নিজ ফার্ম হাউজে পতিতালয় চালানোর অভিযোগে ভারতের মেঘালয় বিজেপির সহ সভাপতি বার্নার্ড এন মারাককে গ্রেফতার করা হয়েছে। উত্তরপ্রদেশের হাপুর জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (২৩ জুলাই) একটি অভিযানের সময় মারাকের ফার্ম হাউজ ‘রিম্পু বাগান’ থেকে ছয়জনকে উদ্ধার ও ৭৩ জনকে গ্রেফতার করা হয়। এর পর থেকেই পলাতক ছিলেন মারাক। পুলিশ বলেছে, মারাককে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছিল। কিন্তু তদন্তকারীদের এড়িয়ে গেছেন তিনি।

মেঘালয় পুলিশ মারাকের জন্য লুকআউট নোটিশ জারি করার কয়েক ঘণ্টা পরেই তাকে গ্রেফতার করা হয়। গতকাল সেখানকার আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছিল।

পুলিশ জানিয়েছে, শনিবার মারাকের মালিকানাধীন তুরার একটি রিসোর্টে আটকে থাকা পাঁচ শিশুকে উদ্ধার করা হয়েছে। তাছাড়া এখানে একটি ‘পতিতালয়’ পরিচালিত হচ্ছে বলে দাবি করে পুলিশ জানায়, অভিযানের ফলে ৪৭ জন যুবক এবং ২৬ জন নারীকে আটক করা হয়েছে।

রাজ্য পুলিশ প্রধান এল আর বিষ্ণোই বলেছেন, ঘটনাস্থল থেকে পুলিশ বিপুল পরিমাণ মদ, প্রায় ৫০০ প্যাকেট গর্ভনিরোধক, সেলফোন এবং অপরাধমূলক নথি উদ্ধার করেছে।

তথ্যসূত্র: এনডিটিভি।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply