কৃষিতে অনন্য অবদানের জন্য প্রথমবারের মতো এআইপি সম্মাননা পেলেন ১৩ জন

|

কৃষিতে অনন্য অবদানের জন্য এবার এআইপি সম্মাননা দেয়া হলো ১৩ জনকে। প্রথমবারের মতো এই উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়। বুধবার (২৭ জুলাই) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ১৩ জনের হাতে এআইপি-২০২০ সম্মাননা তুলে দেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

কৃষি উদ্ভাবন বিভাগে ৪ জন, বঙ্গবন্ধু কৃষি পুরস্কার স্বর্ণপদকপ্রাপ্ত বিভাগে ২ জন, বাণিজ্যিক খামার স্থাপন ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প বিভাগে ৬ জন ও সরকার দ্বারা রেজিস্ট্রিকৃত কৃষি সংগঠন বিভাগে ১ জনকে এই এআইপি সম্মাননা দেয়া হয়েছে।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, আজ থেকে কৃষি খাতে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। কৃষিকাজকে আরও যুগোপযোগী বাণিজ্যিক করার পরিকল্পনা রয়েছে সরকারের। বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুর নাহার জানান, করোনার প্রভাব বিশ্বের অনেক দেশে পড়লেও ওই সময়ে বাংলাদেশের কোনো মানুষ না খেয়ে থাকেনি। এ সময় মাটির গুণগত মান ঠিক রেখে কৃষি উৎপাদন বাড়ানোর ওপর জোর দেন মন্ত্রীরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply