ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় জোড়া খুনের মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ওই মামলায় ৪ জনকে খালাস দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক শওকত হুসাইন এ দণ্ডাদেশ প্রদান করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৯ সালের ১৫ এপ্রিল ফজরের নামাজ পড়ে বাড়িতে যাওয়ার পথে কফিল উদ্দিন নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় কফিল উদ্দিনের চিৎকারে আজিম মুন্সি নামে একজন ছুটে আসে। তাকেও এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়ার পথে আজিম মুন্সীরও মৃত্যু হয়। এ হত্যার ঘটনায় হবিবর রহমান বাদী হয়ে ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে বৃহস্পতিবার মামলায় রায় ঘোষণা করা হয়।
মামলায় অভিযুক্ত কুদ্দুস মিয়া, কোবাদ হোসেন, রইচ ও বাচ্চুকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও লিক্সন ও জিকুকে ৩ বছর, কলম, আবুল বাশার, রবিউল ইসলাম, আলম, হাবিবুল, ইকমাল, মতি, তরুন মোল্লা ও সাচ্চুকে ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অপরদিকে দোষী প্রমাণিত না হওয়ায় আসামি মওলা, হুমায়ন, মারুফ ও মাহিনুরকে এ মামলা থেকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। এর মধ্যে লবন নামের একজন মৃত্যুবরণ করায় তার নাম মামলা থেকে বাদ দেয়া হয়।
ইউএইচ/
Leave a reply