রুশ-ইউক্রেন সংঘাতে পার্থক্য গড়ছে হাইমার্স মিসাইল: বিশ্লেষক

|

ছবি: সংগৃহীত

মস্কো-ভিত্তিক প্রতিরক্ষা ও সামরিক বিশ্লেষক পাভেল ফেলগেনহাউয়ার বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইউক্রেনে সরবরাহ করা হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হাইমার্স) রুশ-ইউক্রেন সংঘাতে উল্লেখযোগ্য পার্থক্য তৈরি করছে।

আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ফেগেনহাওয়ার বলেন, নির্ভুল নিশানার এই অস্ত্রগুলি ইউক্রেনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত করার সক্ষমতা এনে দিয়েছে। দীর্ঘ পরিসরের পরিবর্তে নির্ভুলতাই এর বিশেষত্ব। ইউক্রেন তার নতুন আর্টিলারি ব্যবহার করে দিনিপার নদীর বুকজুড়ে কমপক্ষে তিনটি সেতু ক্ষতিগ্রস্থ করেছে। যেগুলো দিয়ে রাশিয়া তার নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলিতে চলাফেরা করতো।

ফেলগেনহাওয়ার বলেন, ইউক্রেনীয় বাহিনী গতিশীল হওয়ার এবং রুশ অবস্থানের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালানোর চেষ্টা করছে। তিনি আরও বলেছেন, সেতুগুলিতে সফল হামলা এই ইঙ্গিতই দেয় যে, ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে সক্ষম।

আরও পড়ুন: বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সহপাঠীকে হত্যা: অভিযুক্তের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের আহ্বান

একটি এম-‌১৪২ হাইমার্স মিসাইল ৮০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। এই মিসাইল সিস্টেমটি লম্বায় ৭ মিটার। এটি প্রস্থে ২ দশমিক ৪ মিটার ও উচ্চতায় ৩.২ মিটার।

তথ্যসূত্র: আল জাজিরা।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply