বহুদিন পর বাংলাদেশের সিনেমার পালে হাওয়া লেগেছে। চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগমাধ্যম সবজায়গায় চলছে সিনেমা নিয়ে আলোচনা। ঈদে মুক্তি পাওয়া তিন সিনেমা অনেক সাড়া পাচ্ছে। দর্শকদের চাপে টিকিট পাওয়া যাচ্ছে না হলগুলোতে।
অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে, মিম-রাজের ‘পরাণ, পূজা চেরির ‘সাইকো’র পর এখন আলোচনায় চঞ্চল চৌধুরী অভিনীত ‘হাওয়া’।
এবার পরিবারের সবাইকে নিয়ে হাওয়া সিনেমা দেখতে বলেছেন অনন্ত জলিল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তায় তিনি এই কথা জানান।
ভিডিও বার্তায় তিনি বলেন, ‘সাদা সাদা কালা কালা’ এই গানটি ‘হাওয়া’ সিনেমার। গানটি আমার খুব ভালো লেগেছে। দর্শক আপনাদেরও ভালো লাগবে। ‘অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ’- জিপির এই টিভিসিটি নির্মাণ করেছিলেন মেজবাউর রহমান সুমন। ‘হাওয়া’ সিনেমাটিও তিনিই নির্মাণ করেছেন, আমার প্রিয় একজন মানুষ। দর্শক আপনারা পরিবারের সবাই মিলে এই সিনেমাটি দেখতে যাবেন। আমি সিনেমাটির জন্য শুভকামনা জানাচ্ছি।
মুক্তির আগেই শোরগোল ফেলে দিয়েছে হাওয়া সিনেমাটি। সিনেমার পোস্টার ও ট্রেলারে মুগ্ধতা ছড়িয়েছে দর্শকদের মাঝে।
/এনএএস
Leave a reply