গাইবান্ধার যুবকদের উদ্যোগে ঐতিহ্যবাহী তন্ত্রমন্ত্রের পাতা খেলা

|

কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী তান্ত্রিক পাতা খেলা। নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধার সাদুল্লাপুরে। গ্রামের যুবকদের আয়োজনে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী এই খেলা দেখতে উপচে পড়া ভিড় ছিল শিশু-কিশোর ও বৃদ্ধসহ সব বয়সের মানুষের। খেলা ঘিরে পুরো এলাকাজুড়েই ছিল উৎসবের আমেজ।

বিভিন্ন এলাকা থেকে আসা ৬টি দল অংশ নেয় এই খেলায়। হারিয়ে যাওয়া এমন খেলা উপভোগ করতে পেরে খুশি দর্শকরা। খেলায় অংশ নেয়া তান্ত্রিকদের মতে প্রচীনকাল থেকেই গুণিকরা খেলে আসছেন এই খেলা। তন্ত্র-মন্ত্রে পাতাকে বশিভূত করেই খেলায় জিততে হয় তাদের।

আয়োজকরা বলছেন, হারিয়ে যাওয়া পাতা খেলা নতুনদের মধ্যে পরিচিত করার লক্ষ্যেই তাদের এই আয়োজন। প্রতিবছরই এমন খেলার আয়োজনে সরকারি সহযোগিতা চান তারা।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী পাতা খেলাসহ হারিয়ে যাওয়া সব ধরনের খেলার আয়োজনে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন উপস্থিত দর্শনার্থীরাও।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply