নিকারাগুয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৫ জন। বৃহস্পতিবার (২৮ জুলাই) উত্তরপূর্বাঞ্চলীয় এস্তেলি প্রদেশের দুর্ঘটনায় গুরুতর আহত অর্ধশতাধিক মানুষ। খবর রয়টার্সের।
নিহতরা সবাই ভেনেজুয়েলার নাগরিক বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। পুলিশ জানায়, পাহাড়ি অঞ্চলটি দিয়ে বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন চালক। পথিমধ্যে দুটি প্রাইভেট কারের সাথে সংঘর্ষ হয় বাসটির। এসময় নিয়ন্ত্রণ হারান চালক। গিরিখাদে পড়ে ঘটে হতাহতের ঘটনা। নিহতদের মধ্যে ৯ জন পুরুষ, ৫ জন নারী এবং ১ শিশু রয়েছে।
ঘটনার পর পর উদ্ধারকাজ চালানো হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা কর্তৃপক্ষের। নিকারাগুয়ায় বিপুল সংখ্যক ভেনেজুয়েলার অভিবাসী এবং শরণার্থী রয়েছে।
এটিএম/
Leave a reply