‘যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক আচরণের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে’

|

যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক আচরণের বিরুদ্ধে একাট্টা হতে গোটা বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে ইরনায় পাঠানো এক বার্তায় এ কথা বলেন তিনি।

জারিফ বলেন, ইরান পরমাণু চুক্তি দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টার ফলাফল। বিশ্ব শান্তি রক্ষার জন্য এটিকে খুবই স্পর্শকাতর উল্লেখ করে জারিফ বলেন, সবদিকে ভারসাম্য বজায় রেখেই চুক্তিতে সই করেছিলো দেশগুলো। কিন্তু যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর বাকি দেশগুলোকেও চাপ দিচ্ছে।

তিনি বলেন, এমন আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়। চুক্তিকে অকার্যকর করার চেষ্টা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও অভিযোগ করেন জারিফ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply