বিদ্যুৎ নিয়ে কথা বলার নৈতিক অধিকার নেই বিএনপির: তথ্যমন্ত্রী

|

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

বিদ্যুৎ নিয়ে কথা বলার নৈতিক অধিকার বিএনপির নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার (২৯ জুলাই) বিকেলে বাংলা একাডেমিতে একটি আবৃত্তি সংগঠনের অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, হারিকেন নয় বিএনপি যেন খাম্বা মিছিল করে। হারিকেনে পেট্রোল ভরে বিএনপি কখন আবার জনগণের ওপর মারে সেই শঙ্কায় আছে দেশবাসী। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বিএনপিকে চায়ের দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা সেটিকে ভিন্নখাতে নিচ্ছে। বিএনপির দাওয়াত পাওয়ার যোগ্যতা নেই বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী আরও বলেন, ইউরোপ, আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়াতে বিদ্যুতের সংকট হয়েছে। সে সব দেশের জনগণকে মিতব্যয়ী হতে বলেছেন সরকার প্রধানরা। আমাদের এখানেও একই সংকট। বাংলাদেশ বিচ্ছিন্ন কোনো দেশ নয়। এটা নিয়ে যারা আন্দোলনের কথা বলছে তারা বিশ্ব পরিস্থিতি না জেনেই এসব কথা বলছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

আরও পড়ুন: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ১০টি কোম্পানি দায়ী: মির্জা ফখরুল

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply